Showing posts with label গল্প লেখক. Show all posts
Showing posts with label গল্প লেখক. Show all posts

Saturday, June 12, 2021

“ খুনি দ্যা মাস্টার মাইন্ড ” পর্ব: ১ - Raja Bhuiyan

খুনি দ্যা মাস্টার মাইন্ড

 লেখকঃঃRAJA Bhuiyan.

পর্ব: ১    


"রাত ১০ঃ৩৫ মিনিট" মাথাটা উপরের দিক করে বসে আছে    আফজাল হোসেন।


কিছুখন পর তিন জন ছেলেকে নিয়ে আফজাল হোসেনের সামনে আনে কস্টাবল,"লতিফ মিয়া" 


আফজালঃ লতিফ মিয়া ওরা কি করছে।


লতিফঃ স্যার ওরা সাব্বিরের লোক।


আফজালঃ লতিফ সব কটাকে লকাপে ডুকাও।


লতিফঃ জি স্যার


"আফজাল ভাবতে থাকে এদের থেকে জানতে হবে সাব্বির কোথায়""


"""স্যার আমরা জানি না সাব্বির ভাই কোথায় আছে এখন""""


আফজালঃ লতিফ গরম পানি আনো।

লতিফ মিয়া চলে যায় গরম পানি আনতে।।


"""" স্যার আমরা সত্যি

 জানি না সাব্বির ভাই কোথায় আছে। দয়া করে আর গরম পানি ঢালবেন না""""


আফজাল হোসেন তার হাতের লাঠি দিয়ে  

আবার মারতে শুরু করে।"""


""" স্যার কালকে রাতে (.......)এই জায়গায় সাব্বির ভাই রাহাত ভাই এর সাথে একটা ডিল করবে"""

স্যার এটা ছাড়া আমরা আর কিছু জানি না"" স্যার আমাদের এই বার ছেড়ে দেন""


আফজালঃ লতিফ তোমার কাজ শেষ করো।।।

এটা বলে আফজাল সেখান থেকে চলে যায়।


**ব্রেকিং নিউজ গত কাল রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ১৫০কোটি টাকা চুরি হয়ে গেছে।৷  পুলিশ ধারনা করছেন এটা কোনো ডাকাতি না"""


""" কেউ ব্যাংকের কিছু বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করছে।"""


°পুলিশ কমিশনার মেহেরাব খান থানায় মাথাটা উপর করে চিন্তা করছেন কে করতে পারে কাজটা°°

মেহেরাব সময় নষ্ট না করে ফোন দিলেন ইকবাল কে। 


ইকবালঃ আসসালামু আলাইকুম স্যার 


মেহেরাবঃ ওয়ালাইকুম সালাম 


ইকবালঃ কি মনে করে আমাকে ফোন


মেহেরাবঃ ইকবাল তোমাকে ১২টার আগে থানায় দেখতে চাই।।।।আর তোমার "

মেহেরাব কে বলতে না 

দিয়ে 

ইকবালঃ স্যার সব কিছু নিয়ে আসবো।


**ইকবাল একজন প্রফেশনাল পর্যায়ের হ্যাকার***


"ইকবাল থানায় এসেই 

মেহেরাবের কাছে চলে যায়"""


**সরি স্যার এটা আমি মনে হয় না করতে পারবো***


"" ইকবালের কথা শুনে মেহেরাব অবাক হয়ে প্রশ্ন করে"""


মেহেরাবঃ কেনো?


ইকবালঃ স্যার এই হ্যাক যে করছে,, সে আমার থেকেও বড় ধরনের 'হ্যাকার'


তখনই মেহেরাবের কাছে ফোন আসে। 


***জি স্যার আমার কোনো সমস্যা নেই ****

ইকবালঃ স্যার কে ফোন করেছিল।


মেহেরাবঃ 'সি এম'-ফরহাদ স্যার


ইকবালঃ ওওওও


***৭ঃ৪৬ মিনিট মেহেরাব জালানা দিয়ে ব্যস্ত শহর টা দেখতেছেন আর ভাবতেছেন,, 'রাজ' কে কেনো সি এম এই শহরে আনতেছেন****


চলবে।।



জীবনের প্রথম গল্প লিখতেছি।। হয় তো গুছিয়ে লিখতে পারি নি।


ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন🙏🙏

KGF of Diamond City. ৪ # লিখা :- RAJA Bhuiyan. (মি.440) # পর্ব :- ০ ৪

 # গল্প :- KGF of Diamond City. ৪ # লিখা :- RAJA Bhuiyan. (মি.440) # পর্ব :- ০ ৪ ............. আকাশে তাজা সূর্যের তীব্র আলো। শকুন আর গাংচিলদ...