রহস্যময় সিরিজ
“খুনি দ্যা মাস্টার মাইন্ড ”
লেখকঃঃ RAJA Bhuiyan
পর্ব ---২
"বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান
ঘটে।আজ হালকা বৃষ্টি হচ্ছে,ব্যাস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই।
"সকাল ৯ঃ৩০ মিনিট""
মেহেরাবের দু তলা বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামে।
**গাড়ির শব্দ শুনে মেহেরাব,রিমি,ও মেঘা
গেটের সামনে এসে দাঁড়ায় **
"" গাড়ি থেকে একজন
সুদর্শন যুবক বেড়িয়ে আসে। পড়নে তার সাদা কোটের ভিতর কালো শার্ট, সাদা পেন্ট, আর কালো জুতা"""
""আগন্তক টি লাগেজ টা নিয়ে সবার সামনে এসে মেহেরাবকে সালাম দেয়"""
আগন্তুকঃ আসসালামু আলাইকুম। স্যার
মেহেরাবঃ ওয়ালাইকুম সালাম।।। আসতে কোনো সমস্যা
হয় নি তো।
আগন্তুকঃ না কোনো সমস্যা হয় নি স্যার
মেহেরাবঃ চলো পরিচয় করিয়ে দেই। এই হলো আমার মেয়ে 'রিমি' আর এটা তার বান্ধবী 'মেঘা'
-রিমি এ হলো "রাজ" অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার""
রাজঃ হ্যালো গার্লস
রিমি ও মেঘাঃ হুম
মেহেরাবঃ রিমি রাজকে তর রুমটা দেখিয়ে দে।
রিমিঃ আচ্ছা বাবা। এই যে মি. আসেন।
**রাজ, রিমি আর মেঘার পিছনে যাচ্ছে*
" রিমি বিরক্তকর ভাবে রাজকে বলল"
রিমিঃ এই যে এটা আপনার রুম।
রাজঃ হু
" রাজ ফ্রেশ হয়ে বেলকনিতে চলে আসে আর দেখতে থাকে ব্যাস্ত শহরটাকে এবং ভাবতে থাকে"!!
** বাবা আপনাকে নিচে যেতে বলেছে**
হঠাৎ কারো গলার আওয়াজ শোনে রাজ পিছনে ফিরে তাকায় দেখে রিমি উক্ত কথা টা বলল।
রাজ নিচে এসে দেখে যে মেহেরাব কিছু কাজ পএ সামনে রেখে বসে আছে
রাজঃ স্যার আমাকে কি ডাকছিলেন
মেহেরাবঃ ও রাজ এসো বসো এখানে।
বলে রাজ কে একটা ছবি বের করে তার হাতে দেয়।
রাজঃ কার ছবি এগুলা স্যার
মেহেরাবঃ রাফিন ও রাফসান।।-অভিশাপ্ত দুনিয়ার 'রাফিয়ান' এরা দুই ভাই। আজ পর্যন্ত কেউ তাদের দেখে নাই।এমন কি তার কোনো লোকেরাও দেখে নাই।আমি ৫বছর ধরে তাদের পিছনে পরে আছি তাদের সম্পর্কে, আমার কিছু অজানা নয়।
রাজঃ অবাক হয়ে""যেমন""
মেহেরাবঃ রাফিন ও রাফসানের কিছু লোক আমি ধরতে সক্ষম হয়েছিলাম।
রাজঃ তারপর।
মেহেরাবঃ কিন্তু ওদের একটাই কথা তারা কখনো রাফিন ও রাফসানকে দেখে নাই। যখন তাদের সাথে দেখা করতো তখন মুখে মাক্স পরা থাকতো। আর সব সময় তাদের সাথে মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করতো।
রাজঃ রাফিন বা রাফসানের নাম্বার টা ট্রেকিং করলে তো তাদের লোকেশন জানা যেতো।
মেহেরাবঃ করেছি কাজ হয় নি।।।
রাজঃ ওওও
মেহেরাবঃ ব্যাংক থেকে টাকা চুরির বিষয়টি আমাকে অনেক ভাবাচ্ছে।
রাজঃ কেমন ভাবনা স্যার।
মেহেরাবঃ ব্যাংকে অনেক কঠিন সিকরিটি ব্যবস্তা ছিল।। তাহলে যে হ্যাকটা করেছে সে কোনো সাধারণ হ্যাকার না।
রাজঃ স্যার আপনার কি মনে হয় কে করতে পারে কাজ টা।
মেহেরাবঃ আমি কিছু কিছু আর্টিকেল থেকে পেয়েছি,, যে, রাফিন ও রাফসান যে শহরে আসে প্রথমে তারা শহরের কোনো বড় ব্যাংক থেকে বড় এমাউন্ট চুরি করে।
রাজঃ স্যার এখন কি আমরা রাফিন ও রাফসান কে হ্যাকার ভাববো??
মেহেরাবঃ হু ভাবা যাক।।। আর তোমাকে
ফরহাদ স্যার এই কেসের জন্যই পাঠিয়ে ছেন।
-এ কাথা শুনে রাজ একটু মুচকি হাসে
মেহেরাবঃ স্যার বলল তুমি নাকি আসামিদের সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসো।
রাজঃ হুম স্যার। আমি আসামিদের আমার স্টাইলে ধরিও না মারিও না।। তাদের স্টাইলে তাদের সাথে মাইন্ড গেম খেলি।
-বলে রাজ রহস্যময় একটা হাসি দেয়।। যেই হাসিতে লুকিয়ে আছে অনেক রহস্য।
চলবে
গল্প টা নতুন লিখছি তাই হয়তো বানান এ কিছু ভুল থাকতে পারে।
ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏
No comments:
Post a Comment
ok